Welcome to National Portal
আমাদের কথা

বাংলাদেশ পর্যটন করপোরেশন একটি বাণিজ্যিক সংস্থা হলেও এদেশের পর্যটন শিল্পের উন্নয়নে সংস্থাটির অগ্রণী ভূমিকা রয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পর্যটন শিল্পের উন্নয়ন, প্রসার, বিকাশ, বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, অভ্যন্তরীণ পর্যটন অবকাঠামো সৃষ্টির প্রয়োজনীয়তা উপলব্ধি করে ১৯৭২ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশন গঠন করেন। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি এই সংস্থা নিজস্ব অর্থ বিনিয়োগ করে এবং কিছু সরকারি সহায়তায় পর্যটন নগরী কক্সবাজার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এলাকা, সিলেট, কুয়াকাটা, রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর, খুলনা, মেহেরপুর, গোপালগঞ্জ ইত্যাদি এলাকায় পর্যটন আকর্ষণীয় স্থানসমূহে হোটেল, মোটেল, পিকনিক স্পট, রেস্তোরাঁ, বার, সুইমিং পুল, গল্ফ-কোর্স ও পর্যটন সংশ্লিষ্ট সুবিধাদি প্রবর্তন করে দেশ-বিদেশে পর্যটকদের সেবা প্রদান এবং বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এছাড়া এ সংস্থা পর্যটন ও হোটেল শিল্পে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন করে তাদের দেশ-বিদেশে তারকা মানের হোটেল, রেস্তোরাঁ, এয়ারলাইন্স এবং অন্যান্য পর্যটন ব্যবসায় চাকুরির যোগ্যতা অর্জন করার মাধ্যমে দেশের বেকার সমস্যা সমাধানে বিশাল অবদান রেখে চলেছে। এ উদ্দেশ্যে ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে তা সাফল্যজনকভাবে পরিচালনা করছে। এ ইনস্টিটিউট হতে এযাবৎ প্রায় ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে দেশ-বিদেশে পর্যটন শিল্পে সাফল্যের সাথে কাজ করছে। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশন কাজ করে যাবে নিরলসভাবে।

তথ্যচিত্র