দুইটি পাতা ও একটি কুঁড়ির দেশ খ্যাত সিলেট জেলা বাংলাদেশের একটি অন্যতম পর্যটন আকর্ষণ। হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহ পরাণ (রহঃ) এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমি এই সিলেট জেলার জাফলং- এ নির্মিত হয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর আরো একটি আধুনিক মানের মোটেল।
বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক নির্মিত এ মোটেলটি অদ্য ১৩ জানুয়ারি ২০১৫ তারিখে বাণিজ্যিকভাবে উদ্বোধন করা হয়। মোটেলটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব রাশেদ খান মেনন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব জনাব অপরূপ চৌধুরী, পিএইচ,ডি।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মন্ত্রী বলেন, পর্যটন শিল্প একটি বহুমাত্রিক শিল্প। এ শিল্পের উন্নয়নের মাধ্যমেই সম্ভব দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে পর্যটন শিল্প রাখতে পারে ব্যাপক ভূমিকা। দেশ-বিদেশ হতে আগত পর্যটকদের আবাসন সুবিধা প্রবর্তনের লক্ষ্যে স্বাধীনতার সূচনালগ্ন থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। এরই ধারাবাহিকতায় পর্যটন আকর্ষণ সিলেটের জাফলং-এ বাংলাদেশ পর্যটন করপোরেশন আবাসন সুবিধা নির্মাণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনএর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব জনাব অপরূপ চৌধুরী, পিএইচ,ডি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশের বিখ্যাত এ শহরে যেমন যুগ যুগ ধরে এসেছে রোমাঞ্চপ্রিয় পর্যটকগণ ঠিক তেমনি সকল ধর্মের অনুসারীগণের নিকট অনুসরণীয় ব্যক্তিত্ব সিলেটের মধ্যমণি হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহ পরাণ (রহঃ) এর প্রতি অনুরক্ত দেশ-বিদেশি ভক্তবৃন্দের আগমনের কারণে উন্নত হয়েছে এ অঞ্চলের ধর্মীয় পর্যটন বা রিলিজিয়াস ট্যুরিজম। দেশের অন্য অঞ্চল হতে আলাদা এ শহরটিতে আধুনিক মানের কিন্তু মধ্যবিত্তদের জন্য অর্থনৈতিকভাবে উপযুক্ত আবাসিক হোটেলের বেশ অভাব রয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন শুধু বাণিজ্যিক চিন্তা থেকেই নয় বরং দেশের পর্যটন শিল্পকে আরো বেগবান করতে জাফলং-এ পর্যটন মোটেল নির্মাণের কাজ হাতে নেয় যা আজ উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের পর্যটনের নতুন দিগন্তের উন্মোচন হলো।
নতুন পর্যটন মোটেল,জাফলং-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার জনাব সাজ্জাদুল হাসান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক, সিলেট জেলার পুলিশ সুপার জনাব নূরে আলম মিনা, পিপিএম এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমূখ। প্রত্যেকেই তাদের বক্তব্যে এদেশের বর্তমান পর্যটন শিল্পের অবস্থান ও ভবিষ্যত পর্যটন শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করেন যা দেশের অর্থনীতি খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে তারা মনে করেন।
মাননীয় মন্ত্রী মোটেল উদ্বোধনের পাশাপাশি উক্ত মোটেলে ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন। ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।