Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ August ২০১৫

কমিউনিটি ভিত্তিক পর্যটনের উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও আজ্যিয়ার এর মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2015-01-01

স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে পর্যটন শিল্পের বিকাশ বর্তমান বিশ্বে একটি আধুনিক ও জনপ্রিয় ধারনা। সম্প্রদায়বহুল এ দেশের জনগোষ্ঠীকে এ ধারায় আনয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ বর্তমান সময়ের দাবি। এরই ধারাবাহিকতায় সরকারি সংস্থা হিসেবে ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন’ ও  সম্প্রদায় ভিত্তিক পর্যটন এর অন্যতম অগ্রদূত ‘আজ্যিয়ার’ এর মধ্যে সম্প্রতি পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাখালীস্থ হোটেল অবকাশ এর মালঞ্চ রেস্তোরাঁতে । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর পক্ষে স্মারক স্বাক্ষর করেন মহা-ব্যবস্থাপক (বাণিজ্যিক) জনাব মোঃ ফয়সাল শাহ্ এবং আজ্যিয়ার এর পক্ষ থেকে সংস্থাটির প্রধান জনাব শাহিদ হোসেন শামীম। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান জনাব অপরূপ চৌধুরী,  পি,এইচডি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ হোসেন। এছাড়াও উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর পরিচালকবৃন্দসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।