Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ August ২০১৫

বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বন অধিদপ্তরের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত


প্রকাশন তারিখ : 2014-11-20

সালনা চন্দ্রা পিকনিক স্পট পরিচালনায় বাংলাদেশ পর্যটন করপোরেশন বন অধিদপ্তর এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সরকারি বাণিজ্যিক সংস্থা বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনস্থ বন অধিদপ্তর যৌথ উদ্যোগে গাজীপুর জেলার সালনা ও চন্দ্রা পিকনিক স্পট দু’টি পরিচালনার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশনের  প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অদ্য ২০ নভেম্বর ২০১৪ তারিখ বৃহ:স্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানটি সরকারি সংস্থা দু’টির উদ্যোগে যৌথভাবে আয়োজন করা হয়। উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান জনাব অপরূপ চৌধুরী পিএইচ,ডি ও বন অধিদপ্তর এর প্রধান বন সংরক্ষক জনাব মোঃ ইউনুছ আলী। অনুষ্ঠানে পর্যটনশিল্প বিকাশে বাংলাদেশের সম্ভাবনা ও এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বন সম্পদকে কাজে লাগিয়ে পর্যটন স্পট বাড়ানোর তাগিদ দেওয়া হয় এবং সরকারের উক্ত প্রতিষ্ঠান দু’টি এক্ষেত্রে আরো আন্তরিক হওয়ার প্রতি বক্তারা গুরুত্ব প্রদান করেন। বক্তাগণ মনে করেন এর ফলে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে পর্যটন এর বিকাশ ও উন্নয়ন সাধিত হবে।

            বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে পর্যটন শিল্পে  উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। বন বিভাগের মতো দেশের আরো অন্যান্য সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যৌথভাবে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাবে মর্মে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক তার সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ্য করেন আজকের সম্পাদিত এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে ভবিষ্যতে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এরূপ সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

উল্লেখ্য যে, গাজীপুরের একই জেলার সালনায় ৩.১২ একর এবং চন্দ্রাতে ২.১৯ একর জায়গায় পিকনিক স্পট দুটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। পিকনিক স্পট দুটির উন্নয়ন এবং রাজস্ব ভাগাভাগির বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বন অধিদপ্তর  উভয় পক্ষই নীট লাভের ৫০ শতাংশ পাবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাপক এর পক্ষ থেকে জনাব মোঃ ফারুক আহমেদ, মহা-ব্যবস্থাপক (পরিকল্পনা) এবং বন অধিদপ্তরের পক্ষে জনাব মোঃ বখতিয়ার নূর সিদ্দিকী, বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা বন বিভাগ নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বর্ণিত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (পরিকল্পনা) জনাব কালী রঞ্জন বর্মন, পরিচালক (বাণিজ্যিক) জনাব রকিব হোসেন সহ বাপক-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বন অধিদপ্তরের রতন কুমার মজুমদার, উপপ্রধান, বন সংরক্ষকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য আগত সকল পর্যায়ের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ, আগত অতিথিবৃন্দ এবং সকল প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।

- সংবাদ বিজ্ঞপ্তি